Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ’লীগই বিলুপ্ত হয়ে যাবে: রিজভী


৬ জানুয়ারি ২০১৮ ১৩:১৯

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগই বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এর আগে শুক্রবার এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে না আসলে বিরল প্রজাতির মতো অবলুপ্ত হয়ে যাবে।’

এর জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘‘কিন্তু আমরা বিবর্তনের যে বিজ্ঞান জানি— ‘অতিকায় হস্তি লোপ পাইয়াছে’। আজকের যে টিকটিকি, গিরগিটি, তারা এক সময় বৃহৎ দানবাকৃতির ছিল। এই অতি বড়ত্ব ও আধিপত্য দেখাতে গিয়ে তারা বিলুপ্ত হয়ে গেছে। আজকে ক্ষমতার জোরে অতিকায় ডাইনোসরের মতো অবস্থান নিয়েছে বলে তাদেরই (আওয়ামী লীগ) বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’’

‘ওবায়দুল কাদেরের উদ্দেশে বলতে চাই, অতি ক্ষমতা, অতি দম্ভ, অতি দুর্নীতি, অতি নিপীড়ন-নির্যাতন, অতি অস্ত্রের আস্ফালন এবং অধিক মিথ্যাচারে আপনারা অতিকায় ডাইনোসরে পরিণত হয়েছেন। সুতরাং আপনারাই প্রাণীকুল থেকে অতি শিগগিরই বিলুপ্ত হয়ে যাবেন’— বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

‘সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নির্বাচনও বিএনপির জন্য অপেক্ষা করবে না। সংবিধান অনুযায়ী যথা সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের ঠেকানোর সাধ্য থাকলে ঠেকান। শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আপনাদের প্রতিহত করবে।’-ওবায়দুল কাদেরের এই চ্যালেঞ্জ গ্রহণ করে রুহুল কবির রিজভী বলেন, ‘এসব ফাঁকা বুলি দিয়ে নিজের পদকে নিরাপদ করছেন ওবায়দুল কাদের। এসব কথা না বললে তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকা যাবে না, মন্ত্রীও থাকা যাবে না।’

বিজ্ঞাপন

রিজভী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, “আপনি ঠিকই বলেছেন, ‘সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না’। দু:শাসনের বিদায়ের সময় চলে এসেছে। প্রতিবাদী জনগোষ্ঠী আজ লুটেরাদের বিরুদ্ধে জেগে উঠেছে, ভোটের অধিকার ফিরে পেতে সোচ্চার হয়ে উঠেছে। বিএনপিকে প্রতিহত নয়, প্রতিহত করবে ভোটাধিকার হরণকারীদের, গণতন্ত্র হত্যাকারীদের।”

তিনি আরও বলেন, ‘আপনারা চারিদিক থেকে যে চ্যালেঞ্জে পড়েছেন, সেটা মোকাবেলা করার ক্ষমতা আপনাদের নেই। জনগণকে ভয় দেখিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে পারবেন না। ২০১৮ সালে গণতন্ত্রের বিজয় পতাকা উড়বেই।’

অতি জ্বরে আওয়ামী লীগ প্রলাপ বকছে মন্তব্য করে রিজভী বলেন, ‘অনেকেরই জ্বর সেরে যায়, কিন্তু আওয়ামী লীগের জ্বর সারে না। ক্ষমতার জ্বরের তীব্র মাত্রায় এরা প্রলাপ বকছে। ক্ষমতার সিংহাসন দীর্ঘস্থায়ী করতে আবোল-তাবোল বলছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম আলীম, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এমএ

ওবায়দুল রিজভী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর