Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় দিনেও শ্রমিকদের নৈরাজ্য


২৯ অক্টোবর ২০১৮ ১২:৩০ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১৬:২৪

।। সিনিয়র ফটো করেসপন্ডেন্ট।।

ঢাকা: কর্মবিরতির শেষ দিনে বেপরোয়া আচরণ চালিয়ে যাচ্ছেন পরিবহন শ্রমিকরা। রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও চালকদের পথরোধ করে তারা মবিল মাখিয়ে দিচ্ছেন। এমনকি চালকদের শারীরিকভাবে হেনস্তা করার পাশাপাশি গাড়িতে থাকা যাত্রীদের নামিয়ে দেওয়ার ঘটনা ঘটছে।

বিশেষ করে  রাজধানীর পোস্তগোলা ব্রিজ ও যাত্রাবাড়ী এলাকায় সোমবার (২৯ অক্টোবর) এরকম ঘটনা বেশি চোখে পড়েছে।

ব্যক্তিগত গাড়ির এক চালক নামপ্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘আমার গাড়িতে অসুস্থ এক রোগী ছিলেন। রোগী নিয়ে খুলনায় যাচ্ছিলাম। কিন্তু পথে শ্রমিকরা আটকায়। আমি তাদের কাছে হাতজোড় করে মাফও চেয়েছি। কিন্তু তারা কথা না শুনে মুখে মবিল মাখিয়ে দিয়েছে।’

একইসঙ্গে গাড়ির গ্লাসেও মবিল মাখিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওই চালক।

অপর এক চালক বলেন, ‘আমি মাদারীপুর যাচ্ছিলাম। গাড়িতে অসুস্থ রোগী ছিলেন। কিন্তু পোস্তগোলা ব্রিজ এলাকায় রোগীকে নামিয়ে দিয়েছে শ্রমিকরা। একইসঙ্গে আমাকে ফেরত পাঠিয়েছে।’

চালকদের অভিযোগ এদিন পোস্তগোলা ব্রিজ এলাকায় দায়িত্ব পালন করছিলেন কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক মো. জাবেদ। চালকদের হেনস্তা করার সময় এসআই জাবেদ ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করলেও শ্রমিকদের বাধা দেননি।

এ বিষয়ে জানতে চাইলে সারাবাংলার এ প্রতিবেদককে তিনি বলেন, ‘আমি বিষয়টি জানি না। আপনার কাছ থেকে বিষয়টি শুনলাম।’


সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন ও সাজা কমানোর দাবিতে দুইদিনের কর্মবিরতির ডাক দেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন। কর্মবিরতিতে রাজধানী ঢাকা ও আন্তঃজেলায় পরিবহন যোগাযোগ অচল হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

কর্মবিরতির প্রথম দিনেও নৈরাজ্য করেন পরিবহন শ্রমিকরা। এদিনও গাড়ি বের করার শাস্তি হিসেবে চালকদের মুখে মবিল মাখিয়ে দেওয়া হয়।

সারাবাংলা/এইচআর/একে

পরিবহন ধর্মঘট শ্রমিকদের নৈরাজ্য সড়ক পরিবহন আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর