১৮৮ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত
২৯ অক্টোবর ২০১৮ ১০:২৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১১:৩৩
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
দুইজন পাইলট ও পাঁচজন কেবিনক্রুসহ ১৮৮ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারওয়েজের একটি বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়।
দেশটির কর্তৃপক্ষ জানায়, বিমানযাত্রীদের কেউই আর বেঁচে আছেন কিনা সে বিষয়ে তারা সন্দিহান।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক সংশ্লিষ্ট সংস্থার মুখপাত্র সুতপো পুরহো নগরহো টুইটারে বিমানটির ‘ধ্বংসাবশেষের’ ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা
ফ্লাইট-জেটিসিক্সটেন সকাল ৬ টা ২০ মিনিটে জাকার্তা থেকে দেশটির বাংকা বেলিটাং দ্বীপের শহর প্যাংকাল-পিনাং এর উদ্দেশ্যে উড্ডয়ন করে। এটি ৭ টা ১০ মিনিটে প্যাংকাল-পিনাং এ অবতরণের কথা ছিল। কিন্তু উড্ডয়নের ১৩ মিনিট পরই বিমানটি নিখোঁজ হয়।
নিখোঁজ যাত্রীদের স্বজনরা বিমানবন্দরে উদ্বিগ্ন সময় পার করছেন।
লায়ন এয়ার গ্রুপের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাত বলেন, এই মুহূর্তে কোন মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সব ধরনের তথ্য সংগ্রহের চেষ্টা করছি।
বিধ্বস্ত বোয়িং-৭৩৭ সিরিজের ম্যাক্স ৮ মডেলের নতুন বিমানটি কিছুদিন হলো লায়ন এয়ারওয়েজের বহরের যোগ করা হয়েছিলো।
সারাবাংলা/এনএইচ