Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলতে বাধা নেই


২৯ অক্টোবর ২০১৮ ০৯:২৩ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১২:৪২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে বলে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (২৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে রায় ঘোষণার ক্ষেত্রে আর কোনো বাধা নেই।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘নির্বাচন থেকে দূরে রাখতে তড়িঘড়ি রায় দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা ন্যায় বিচার পাইনি। অতীতে কখনো দেখিনি একজন অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে রেখে রায় দেওয়া হচ্ছে।’

গত ২০ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার পরিচালনার আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান। তখন এ আদেশের বিরুদ্ধে ২৭ সেপ্টেম্বর খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাইকোর্টে রিভিশন আবেদন করেন।

শুনানি শেষে গত ১৪ অক্টোবর আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বারে আদালতে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে খালেদা জিয়া অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এজেড/এমও

কারাবন্দী খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর