ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা
২৯ অক্টোবর ২০১৮ ০৮:৪৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১১:২০
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান সাগরে বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে একথা বলা হয়। অভ্যন্তরীণ রুটের বিমানটি জাকার্তা থেকে প্যাংকাল-পিনাং যাচ্ছিলো।
বিমান দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বোয়িং সেভেন হান্ড্রেড থার্টি সেভেন সিরিজের ম্যাক্স-৮ মডেলের বিমানটিতে সর্বোচ্চ দুইশ জন যাত্রী থাকতে পারেন।
দেশটির অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক সংশ্লিষ্ট সংস্থার বরাতে জানানো হয়, ফ্লাইট-জেটিসিক্সটেন উড্ডয়নের ১৩ মিনিট পরই যোগাযোগ হারায়। বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হতে পারে।
লায়ন এয়ার গ্রুপের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাত বলেন, এই মুহূর্তে কোন মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সব ধরনের তথ্য সংগ্রহের চেষ্টা করছি।
সারাবাংলা/এনএইচ