Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইয়াবা বহনের দায়ে ১২ বছরের কারাদণ্ড


২৮ অক্টোবর ২০১৮ ১৭:৫০ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:০৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ২৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া একজনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল দিয়েছেন।

রোববার (২৮ অক্টোবর) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই রায় দিয়েছেন।

দণ্ডিত জুয়েল খাঁ গ্রেফতারের পর থেকে হাজতে আছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পিপি উত্তম কুমার দত্ত।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী সারাবাংলাকে জানান, ২০১৭ সালের ৩ মে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার আরাকান সড়কে স্বপ্ন শপিং মলের সামনে র‌্যাবের হাতে গ্রেফতার হয় জুয়েল। কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকার যাত্রাবাড়িতে যাবার পথে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় ওই বছরের ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে র‌্যাব।

এ বছরের ১৫ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ৭ জন সাক্ষী উপস্থাপন করে। দণ্ডিত জুয়েল খাঁর বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

সারাবাংলা/আরডি/এমও

ইয়াবা উদ্ধার কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর