Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামাবাদে ইসরায়েলি বিমান অবতরণের খবর অস্বীকার পাকিস্তানের


২৮ অক্টোবর ২০১৮ ১৮:৩৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইসরায়েলের কয়েকজন কর্মকর্তাকে কহনকারী একটি বিমান পাকিস্তানে অবতরণের বেশ কয়েক ঘণ্টা পর পাকিস্থান ছেড়ে গেছে বলে যে খবর ছড়িয়েছে তা অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো ধরণের সম্পর্কের কথাও অস্বীকার করেছেন তিনি।

তিনদিনের তুরস্ক সফরে যাওয়ার আগে আরিফ আলভী সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েলের সঙ্গে ইসলামাবাদ কোনো ধরনের সম্পর্ক তৈরি করছে না।’

তবে ইসরায়েলি সাংবাদিক অ্যাভি শার্প ২৫ অক্টোবর তার টুইটারে লিখেছেন, ‘ইসরায়েলি একটি বাণিজ্যিক বিমান তেল আবিব থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা করে এবং সেখানে ১০ ঘণ্টা অবস্থানের পর তেল আবিবের উদ্দেশে ছেড়ে আসে।’

এ ঘটনার পরে পাকিস্তানের বিরোধী দলের সঙ্গে একজোট হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও ‘ইসরায়েলের গোপন পাকিস্তান মিশন’ সম্পর্কে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদও এই ঘটনাকে ‘ভূয়া ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

এই ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, সরকার ভারত অথবা ইসরায়েল কারও সঙ্গেই গোপনে কোনো চুক্তি করবে না।

এ ছাড়া সিভিল অ্যাভিয়েশন অথরিটি এ ব্যাপারে কোনো কিছু জানে না বলেও জানিয়েছেন ফাওয়াদ চৌধুরী।

বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে, যে বিমানটি নিয়ে কথা উঠেছে সেটি কানাডার তৈরি বমবার্ডিয়ার গ্লোবাল এক্সপ্রেস যার সিরিয়াল নাম্বার-৯৩৯৪। ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ইসল অব ম্যানের মাল্টিবার্ড অভারসিস লিমিটিড নামের একটি কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা।

বিজ্ঞাপন

তবে ইসরায়েলি ওই সাংবাদিক পরে তার টুইটার বার্তায় লিখেছেন ‘শতভাগ নিশ্চিত নয়’ বিমানটি ইসলামাবাদে অবতরণ করেছে কি না।

 সারাবাংলা/এমআই

ইসরায়েল পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর