পাকিস্তানে সামরিক ঘাঁটি বানাবে চীন
৬ জানুয়ারি ২০১৮ ১২:৪০ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪২
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তা বাতিলের ঘোষণা এবং এ নিয়ে বাক যুদ্ধের রেশ শেষ হতে না হতেই নতুন এক ঘোষণা এলো চীনের দিক থেকে। চীন বলেছে তারা পাকিস্তানে সামরিক ঘাঁটি বসাবে। সে ঘোষণায় নড়ে চড়ে বসেছে বিশ্ব।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদা নামক সমুদ্র বন্দরের কাছে এই নৌ ঘাঁটি বানাচ্ছে চীন। যা হবে সম্পূর্ণ নতুন।
বেলুচিস্তানে একটি সমুদ্র বন্দর আগেই ছিলো। তাহলে কেনো নতুন আরেকটি বন্দর? এমন প্রশ্নের জবাবে, চিনের এক সামরিক কর্মকর্তা ‘সাউথ চাইনা মর্নিং পোস্ট’কে বলেন, ‘নতুন বন্দরের প্রয়োজন এ জন্য, বর্তমানে যেটি আছে সেটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য। সেটি চিনের সামরিক জাহাজ এবং যন্ত্রপাতির জন্য যে ধরণের সহযোগিতা প্রয়োজন তা দিতে পারবে না।’
ঘাঁটিটি তৈরি হলে এটি হবে চিনের সীমানার বাইরে দ্বিতীয় সামরিক ঘাঁটি, এর আগেরটি করা হয়েছিলে আফ্রিকাতে।
আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীন হতে চলেছে পাকিস্তানের প্রধান নিরাপত্তা সহযোগী এই ঘোষণা তারই পূর্বাভাস। একই সাথে চীন এ বন্দর স্থাপনের ভিতর দিয়ে ভারত মহাসাগরে তাদের আধিপত্য বিস্তারে সুযোগ পাবে।
হাওয়ার্ড বেকার সেন্টার এর গবেষক হ্যারিসন আকিনস্ নিউজ উইকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, পকিস্তানে চীনের বিনিয়োগ আগামী ২০৩০ সালের মধ্যে ৪ হাজার ৬’শ কোটি টাকা ছাড়াবে। ট্রাম্প খুব দ্রুতই বুঝতে পারবেন পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার যে নীতি তিনি নিয়েছেন তা খুব কমই কাজে আসছে।
সম্প্রতি চীন দক্ষিন এশিয়াতে প্রভাব বিস্তারের জন্য এ অঞ্চালে ব্যাপক বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়নে টেকনিক্যাল পরিসেবা সহ ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ মত মেগা প্রকল্প হাতে নিয়েছে।
সারাবাংলা/এসআরপি
চিন চিন পাকিস্তান সম্পর্ক চিনের নৌ বন্দর ট্রাম প্রশাসন পাকিস্তান