Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়াকে হাসপাতালে রেখে রায় দিলে তা হবে নজিরবিহীন’


২৮ অক্টোবর ২০১৮ ১৫:০৪

।।  সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে রেখে রায় ঘোষণা করা হলে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন হবে বলে মনে করছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

রোববার (২৮ অক্টোবর) খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের এ কথা বলেন।

খোকন বলেন, আসামি জেল কাস্টডিতে অথবা জেল কর্তৃপক্ষের কাছে আছে, হাসপাতালে আছে, তারপরও তার অনুপস্থিতিতে  বিচার করা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।  এমন কোনো নজির নেই।  এটি হবে উদাহরন।

তিনি বলেন, ‘বাংলাদেশের কেন্দ্রীয় কারাগারে নতুন নজির সৃষ্টি করতে চাচ্ছে সরকার।  আমরা খালেদা জিয়ার অনুপস্থিতিতে নিম্ন আদালতে বিচার পাই নাই, হাইকোর্টে বিচার পাই নাই।  আপিলে বিচারের জন্য গিয়েছি।  আগামীকাল আদেশ হবে, আমরা আশা করি সর্বোচ্চ আদালতে ন্যায় বিচার পাব।  বেগম খালেদা জিয়ার মামলায় অনুপস্থিতিতে বিচারের বিষয়টি নিষ্পত্তি হবে।’

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে কি না বিষয়টি নিয়ে আপিল বিভাগে আদেশের জন্য সোমবার (২৯ অক্টোবর) দিন ঠিক করেছেন আদালত।  এমন অবস্থায় আগামীকাল বিচারিক আদালত রায় ঘোষণা করতে পারে কি না জানতে চাইলে জয়নুল আবেদীন বলেন, এটা আদালতের আদেশের উপর নির্ভর করবে।

এই আইনজীবী বলেন, ‘বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন।  আপিল বিভাগ কী আদেশ দেবেন তার উপর নির্ভর করবে আগামীকাল রায় ঘোষণা করা হবে কি না।’

খালেদা জিয়া চিকিৎসারত, বিচারিক আদালত এই অবস্থা বিবেচনা না করে, মানুষের জীবনের কথা চিন্তা না করে, ২৯ অক্টোবর রায়ের দিন ঠিক করেছেন।  বিষয়টি খুবই দুঃখজনক বলে মনে করেন খোকন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা আদালতের প্রতি খুবই শ্রদ্ধাশীল।  আদেশের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি না।  আমরা খালেদা জিয়াকে আইনগত সহায়তা দেওয়ার লক্ষে দেশের সর্বোচ্চ আদালতে এসেছি।’

‘আমরা বিশ্বাস করি, আমরা দেশের সর্বোচ্চ আদালতে ন্যায় বিচার পাব।  ন্যায় বিচারের স্বার্থে আমাদের আবেদন গ্রহণ করবেন আপিল বিভাগ। ’

সারাবাংলা/এজেডকে/এসএমএন

আপিল বিভাগ খালেদা জিয়া মাহবুব উদ্দিন খোকন রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর