পথজুড়ে দুর্ভোগ
২৮ অক্টোবর ২০১৮ ১৪:৫০ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ২২:৩১
পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে রোববার (২৮ অক্টোবর) অচল হয়ে পড়েছে সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা। ৪৮ ঘণ্টা কর্মবিরতির প্রথম দিন রাজধানীর কর্মব্যস্ত মানুষেরা পড়েন ভোগান্তিতে। সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান ও সুমিত আহমেদের তোলা ছবিতে জনভোগান্তির চিত্র
পরিবহন সংকটে প্রধান সড়কে চলছে রিকশা ও ভ্যানগাড়ি
গন্তব্যে যাওয়ার অপেক্ষা, নেই গণপরিবহন
যানবাহনের অপেক্ষায় মানুষ
গণপরিবহন নেই। রাজপথ ব্যক্তিগত গাড়ির দখলে
উপায় নেই, তাই ভরসা ভ্যানগাড়ি
দূরপাল্লার বাস চলছে না। তবুও অপেক্ষা গন্তব্যে ফেরার।
পরিবহন শ্রমিকরা ঘুরিয়ে দিচ্ছে ব্যক্তিগত গাড়ি
চাতক পাখির মতো অপেক্ষা। বিআরটিসির বাস এলেই তাতে হুমড়ি খেয়ে পড়া