খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে কি না, জানা যাবে কাল
২৮ অক্টোবর ২০১৮ ১৩:৪৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ২২:৩২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে বলে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আদেশের জন্য সোমবার (২৯ অক্টোবর) দিন ঠিক করেছেন আপিল বিভাগ।
এ আদেশের পরই নির্ধারণ হবে বিচারিক আদালতে নির্ধারিত মামলার রায় হবে কি না।
রোববার (২৮অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন ঠিক করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
খালেদা জিয়ার অাইনজীবী জয়নুল অাবেদীন বলেন, `যেহেতু অামাদের এ অাবেদনটি সর্বোচ্চ অাদালতে বিচারাধীন, সুতরাং অাপিলের অাদেশের উপরই নির্ভর করছে বিচারিক অাদালতের রায়।’
একই কথা বলেন দুদকের অাইনজীবী খুরশীদ অালম খানও।
গত ২০ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার পরিচালনার আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান।
এ আদেশের বিরুদ্ধে ২৭ সেপ্টেম্বর খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাইকোর্টে রিভিশন আবেদন করেন।
শুনানি শেষে গত ১৪ আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বারে আদালতে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে খালেদা জিয়া অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সারাবাংলা/এজেডকে/এসএমএন