স্বর্ণ চোরাচালানে জড়িত বিমানবন্দরের নিরাপত্তা কর্মী আটক
২৮ অক্টোবর ২০১৮ ১২:০৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ১৩:০০
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় এবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৯ টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ নং ফ্লাইটের যাত্রী মোঃ ইয়াকুব মিয়া ও বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর কর্মী মোঃ শরীফুল ইসলামকে স্বর্ণ পাচারের সময় আটক করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেণ, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আগে থেকেই কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম ও নিয়মিত শিফটের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছিলেন। এসভি-৮০৪ ফ্লাইটটি রাত ৯ টায় বিমানবন্দরে নামার পর সন্দেহভাজন যাত্রী মোঃ ইয়াকুব মিয়াকে অনুসরণ করা হয়। পরে গ্রীন চ্যানেল অতিক্রমের পরে তার নিকট শুল্ক কর আরোপযোগ্য কোনো পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। কিন্তু এ সময় যাত্রীর মোবাইলে ঘন ঘন ফোন আসতে থাকা বাংলাদেশি মোবাইল নাম্বার ও সংরক্ষিত ছবির সূত্র ধরে নিরাপত্তাকর্মী মোঃ শরীফুল আলমকে অনুসরণ করা হয়। কিন্তু কাস্টমসের উপস্থিতি টের পেয়ে শরীফুল দৌড়ে পালানোর সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মীও তাকে আটকাতে কোনো সহযোগিতা করেনি। পরে বিমানবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় নিরাপত্তাকর্মীকে আটক করা হয়।
যাত্রীকে অাটকের পর দেহতল্লাশী করে তার জ্যাকেটের মধ্য থেকে ৫ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫৮০ গ্রাম এবং আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২৯ লাখ টাকা বলেও জানান অথেলো।
এ ঘটনায় ওই নিরাপত্তা কর্মী ও যাত্রী উভয়কে থানায় সোপর্দ করা হয়েছে।
সারাবাংলা/জেএ/জেএএম