Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষুধার্ত, গৃহহীন ও অসুস্থ ইয়েমন: এ যেন ‘মহাপ্রলয়’


৬ জানুয়ারি ২০১৮ ১১:০২ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪১

সারাবাংলা ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে তাকে ‘মহাপ্রলয়’ বলে বর্ণনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্ক লোকক। অর্ধ শতকের জন্য দেশটি সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন তিনি।

আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র এ দেশটিতে প্রায় তিন বছর ধরে যুদ্ধ চলছে, নির্বাসিত রাষ্ট্রপতি আব্দাবুব মনসুর হাদির অনুগত সৌদি-সমর্থিত সেনাবাহিনীর সাথে হুতি বিদ্রোহীদের।

শুধু যুদ্ধই নয়, মানুষ লড়ছে ক্ষুধার সঙ্গেও, ছড়িয়ে পড়েছে কলেরারা মতো মহামারি অসুখ। মানবিক সহায়তা খুঁজতে লক্ষ লক্ষ লোক ঘর ছেড়ে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে।

‘আজ, ঠিক এ মুহূর্তে ইয়েমেনের জনগণ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এ যেন মহাপ্রলয়’ বলেন মার্ক লোকক।

তিনি আরও বলেন, ‘দেশটিতে মহামারী আকারে ছড়িয়ে পরা কলেরা বিশ্বের দেখা এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ, এতে আক্রান্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ।’

‘নতুন করে ভয়ানক ডিপথেরিয়া ছড়িয়ে পড়ছে, যেটি টিকার মাধ্যমে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। এ রোগে ইতোমধ্যে ৫০০ জন আক্রান্ত হয়েছে এবং গত কয়েক সপ্তাহে কয়েক ডজন মানুষ মারা পড়ছে।’

‘দাবানলের মতো দ্রুত ছড়িয়ে পড়ছে এটা।’ যোগ করেন তিনি।

লোকক বলেন, ‘আমরা যদি এ অবস্থার পরিবর্তন না করি, তাহলে আগামী ৫০ বছরেও  হয়তো ইয়েমেনবাসী সে বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে না।’

সারাবাংলা/এসআরপি/এমএ

ইয়েমেন যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর