Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে খালে পড়ে ছিল ক্ষত-বিক্ষত লাশ


২৭ অক্টোবর ২০১৮ ১৫:০৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে মুঞ্জু শেখ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায়, মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং পায়ের রগ কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন ব্যাপারীর কোল এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুঞ্জু দৌলতদিয়া ইউনিয়নের রহমান ফকীরের পাড়ার বাবুল শেখের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, মুঞ্জু মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করতেন। শুক্রবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে তার বাবার সঙ্গে সবশেষ মোবাইলে কথা হয়। কিন্তু এরপর থেকে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। সকালে দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন ব্যাপারীর কোল এলাকার একটি খালে মুঞ্জুর মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মুঞ্জুর গলায়, মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং পায়ের রগ কাটা রয়েছে বলে জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনও একসময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে মোটরসাইকেলটি নিয়ে গেছে।

সারাবাংলা/এসএমএন

পায়ের রগকাটা রাজবাড়ী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর