Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় বিজিবি সদস্য নিহত


৬ জানুয়ারি ২০১৮ ০৯:০২ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪০

ঢামেক করেসপন্ডেন্ট

ঢাকা : তেজগাঁ উড়োজাহাজ ক্রসিং মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে বাসটি বিজিবি সদস্য রুপন দিউকে (৪৫) ধাক্কা দেয়। মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান হাওলাদার জানান, বিজিবির ওই সদস্য মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় বিহঙ্গ পরিবহনের একটি বাস উড়োজাহাজ ক্রসিং মোড়ে তাকে চাপা দেয়।
তার সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়া গেছে, বিজিবির ওই সদস্য ল্যান্স নায়েক ছিলেন। তার কর্মস্থল পিলখানা সদর দফতর।
নিহত রুপন দিও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রামপুর গ্রামের জুগেসপানথাও দিও এর ছেলে। পিলখানা সদর দপ্তরে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি থাকতেন।
এসআই শাহজাহান আরো জানান, বিষয়টি বিজিবি সদর দফতরে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/একে

বিজিবি সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর