Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে আটক ২৩ জন, ১৭ ককটেল উদ্ধার


২৭ অক্টোবর ২০১৮ ১৩:২৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে ২৩জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, এরা বিএনপি-জামায়াতের নেতাকর্মী। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, আটক ব্যক্তিরা কেবল নিরীহ সমর্থক।

শুক্রবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক দেখানো হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার জন্য কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়েছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে বিএনপি-জামায়াতের ২৩ জনকে আটক করা  হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি ককটেল বোমা, তিনটি ধারালো ছুরি ও সাতটি লাঠি।

আটক ২৩ জনের বিরুদ্ধে গাংনী থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার গ্রেফতার দেখিয়ে আটককৃতদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

এদিকে আটক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে গাংনী উপজেলা বিএনপি। দলটির নেতা বলছেন, যাদের আটক করা হয়েছে তারা সবাই নিরীহ সমর্থক মাত্র। বাড়ি বাড়ি থেকে আটক করে সাজানো নাশকতার ঘটনার মামলায় তাদের জড়ানো হয়েছে।

সারাবাংলা/এসএমএন

আটক মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর