Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঁদ কেটে ঘরে ঢুকে আ’লীগ নেতাকে হত্যা


২৭ অক্টোবর ২০১৮ ১২:২১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বরগুনা : বরগুনা সদর উপজেলার চালিতাতলী এলাকায় খলিলুর রহমান (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দু্র্বৃত্তরা। শুক্রবার (২৬ অক্টোবর) গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়।

নিহত খলিল বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

খলিলুর রহমানের স্ত্রী লিলি বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে সিঁদ কেটে বোরখা পরিহিত চার পাঁচজন লোক ঘরে ঢোকে। তারা খলিল ও তার হাত-পা বেঁধে ফেলে। এসময় তারা খলিলকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

সকালে প্রতিবেশিরা টের পেয়ে লিলি বেগমের হাত পা’র বাঁধন খুলে দিয়ে পুলিশের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে খলিলের মরদেহ উদ্ধার করে।

নিহত খলিলের তিন ছেলে ঢাকায় বসবাস করেন। এছাড়া দুই মেয়ের বিয়ে হয়েছে। তারা নিজেদের শ্বশুরবাড়িতে থাকেন। খলিল ও তার স্ত্রী কেবল গ্রামের ওই বাড়িতেই বসবাস করতেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

আওয়ামী লীগ নেতাকে হত্যা সিঁদ কেটে