মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৭
২৭ অক্টোবর ২০১৮ ১১:৫৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৪:৪৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মাগুরা : পূর্ব শত্রুতার জের ধরে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।
শনিবার (২৭ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলম মোল্যা। তিনি আমুড়িয়া উত্তর পাড়া গ্রামের তোজাব মোল্যার ছেলে।
পুলিশ জানিয়েছে, আমুড়িয়া গ্রামের টিপু গ্রুপ ও সোহেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল। শনিবার ভোরে এ নিয়ে আবারও দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে টিপু গ্রুপের আলম মোল্যা গুরুতর আহন হন। আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই গ্রুপের জাফর, শিকিম, মফিজসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের মাগুরা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুর সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারাবাংলা/এসএমএন