Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


২৬ অক্টোবর ২০১৮ ২০:১১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে ৫০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. রুবেল আহম্মেদ (২৬) ও মো. ফাহিম মিয়া (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

ওই দুইজনকে আটক করার বিষয়টি শুক্রবার বিকেলে গণমাধ্যমে জানিয়েছেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে র‌্যাব-২ জানতে পারে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি পিকআপ ভ্যান নিয়ে দুইজন  মোহাম্মদপুর বেড়িবাঁধ হয়ে কেরানীগঞ্জে অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে সেগুলো পৌঁছে দিতে রওয়ানা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-২ এর একটি দল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের পিকআপ ভ্যানে লুকিয়ে রাখা ৫০ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক রুবেল ফেনীর মৃত আব্দুল আলিমের ছেলে এবং ফাহিম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার ভাদেশ্বরা এলাকার মো. কবির মিয়ার ছেলে।

আটক দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মিজানুর রহমান।

সারাবাংলা/এসএইচ/একে

ইয়াবা মাদক ব্যবসায়ী র‍্যাব