Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পার্সেল বোমা’র তথ্য খুঁজতে মিয়ামির পোস্ট অফিসে তল্লাশি


২৬ অক্টোবর ২০১৮ ১২:৫৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ১৩:০১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

গুরুত্বপূর্ণ মার্কিন রাজনৈতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঠিকানায় ‘বোমা সদৃশ বস্তু’ পার্সেল করে পাঠানো হচ্ছে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, অন্তত একটি পার্সেল ফ্লোরিডা থেকে পাঠানো হয়েছে বলে ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সদস্যরা ইতোমধ্যে মিয়ামির ওপা লোকার পোস্ট অফিসে তল্লাশি চালিয়েছেন। সেখানের সিকিউরিটি ফুটেজ দেখা হয়েছে।

সন্দেহজনক বস্তু, বোমা সদৃশ বস্তু, মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প

এফবিআই জানায়, ৭ জন ব্যক্তি ও জনপ্রিয় মার্কিন টিভি চ্যানেল সিএনএন-এর ঠিকানায় ওসব ‘বিস্ফোরক’ প্যাকেজ পাঠানো হয়। তালিকায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোর মতো ব্যক্তিত্বরা।

পার্সেল পাঠানো ওসব ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত। তবে ট্রাম্প ও হোয়াইট হাউজ এধরনের কাজে জড়িত থাকার কথা অস্বীকার করে জানিয়েছে, সাধারণ মানুষ ওসব ব্যক্তি ও গণমাধ্যমের ওপর ক্ষিপ্ত বলেই এমন করেছে।

সন্দেহজনক বস্তু, বোমা সদৃশ বস্তু, মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প

ধারণা করা হচ্ছে ‘বোমাগুলো’ পেশাদার কারো হাতে বানানো নয়। অতি সরল প্রক্রিয়ায় তৈরি এসব ‘বিস্ফোরক’ কতটা ক্ষতিকর তা ল্যাবে পরীক্ষার পর জানা যাবে। ভার্জিনিয়ার এফবিআই ল্যাবে সেসব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিশ্চিত না হলেও পুলিশ এসব প্যাকেজকে সন্দেহজনক বিস্ফোরক হিসেবে চিহ্নিত করছে বলে জানান নিউইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও’নিল। এরকম আরো পার্সেল রয়েছে কিনা তা নিশ্চিত হতে পুলিশ ডাক বিভাগের সাথে কাজ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

ডোনাল্ড ট্রাম্প বোমা সদৃশ বস্তু মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহজনক বস্তু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর