Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট


২৬ অক্টোবর ২০১৮ ১১:৫৮ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৮:৩৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে লালদিঘীর মাঠের পরিবর্তে তাদের নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে সমাবেশের অনুমতির বিষয়টি নগর পুলিশের পক্ষ থেকে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানকে মৌখিকভাবে জানানো হয়েছে।

জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে বলেন, শর্তসাপেক্ষে ঐক্যফ্রন্টকে নাসিমন ভবন প্রাঙ্গনে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শর্ত ভঙ্গ করলে যে কোনসময় অনুমতি বাতিল করা হবে।

নগর বিএনপির সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী সারাবাংলাকে বলেন, ‘আমরা লালদিঘীর মাঠে সমাবেশের অনুমতি চেয়ে গত ২১ অক্টোবর আবেদন করেছিলাম। আজ (শুক্রবার) সকালে আমাদের বলা হয়েছে, নাসিমন ভবনে আমাদের পার্টি অফিসের সামনে নূর আহমদ সড়কে সমাবেশ করতে পারব।’

এদিকে সমাবেশের অনুমতি পাওয়ার পর বেলা ১১টা থেকে চট্টগ্রামে ঐক্যফ্রন্টের নেতারা জরুরি প্রস্তুতি বৈঠকে বসেছেন। নাসিমন ভবনে এই বৈঠক হচ্ছে।
বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রস্তুতি বৈঠক করবে। এতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত থাকবেন।

আইনজ্ঞ ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর গত ২৪ অক্টোবর সিলেটে প্রথম সমাবেশ হয়েছে।

সারাবাংলা/আরডি/এমএইচ

এক্যফ্রন্টের সমাবেশ ঐক্যফ্রন্টের বৈঠক বিএনপি অফিস লালদিঘী ময়দান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর