Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জর্ডানে আকস্মিক বন্যায় ভেসে গেল স্কুলবাস, নিহত ১৭


২৬ অক্টোবর ২০১৮ ১০:৪৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ১০:৫২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

জর্ডানে পানির তোড়ে স্কুলবাস ভেসে ১৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন এখনো তিনজন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ‘ডেড সি বা মৃত সাগর’ কাছেই দুর্ঘটনাটি ঘটে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।

৩৭ জন শিক্ষার্থী ও ৭ জন কর্মচারী নিয়ে স্কুলবাসটি সফরের উদ্দেশ্যে উষ্ণমণ্ডলীয় এলাকা জারা মায়েনে যাচ্ছিলো। পথিমধ্যে আকস্মিক বন্যার শিকার হয় বাসটি। এ পর্যন্ত, ১৭ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েক জনের অবস্থা এখনো গুরুতর।

উদ্ধারকাজ চালাতে জর্ডানের অনুরোধে হেলিকপ্টার পাঠিয়েছে ইসরায়েল। পুলিশ প্রধান ফরিদ আল-সাহারা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে এ আকস্মিক বন্যার ঘটনা ঘটে। পাথরে ধরে অন্যরা জীবন বাঁচিয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে বাদশাহ আবদুল্লাহ তার বাহরাইন সফর বাতিল করেছেন।

বেশ কিছুদিন ধরে জর্ডানের বিভিন্ন শহরে ভারি বৃষ্টিপাত হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া সতর্কতা সত্ত্বেও স্কুলটি ভ্রমণের আয়োজন কেন করেছে তা তাদের অবাক করছে।

সারাবাংলা/এনএইচ

জর্ডান স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর