Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইলে ডেকে নিয়ে ছাত্রলীগ কর্মীকে খুন!


২৫ অক্টোবর ২০১৮ ২০:০৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিলেট: সিলেট নগরীতে ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হোসেন আল জাহিদ (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে খুন করা হয়েছে। ফুটবল খেলা থেকে দ্বন্দ্বের জেরে জাহিদ খুন হন বলে জানিয়েছে তার স্বজনরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর তিব্বিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটেছে।

মৃত জাহিদ উপশহরের তেররতন এলাকার ব্যবসায়ী আবুল কালামের ছেলে ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিম গ্রুপের একজন কর্মী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় তিব্বিয়া কলেজের ফটকের সামনে ছাত্রলীগের জাকারিয়া মাহমুদ ও সুমন গ্রুপের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুমন গ্রুপের কর্মী জাহিদসহ পাঁচজন। তাদের মধ্যে জাহিদকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, জাহিদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর থেকে উপশহর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ

খুন ছাত্রলীগ কর্মী খুন সিলেট হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর