Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার প্রস্তুতি নেওয়ার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার


২৫ অক্টোবর ২০১৮ ১৬:০৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আজিজুল হক (৪৮) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার জন্য জামায়াত-শিবিরের কর্মীদের সংগঠিত করার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর রাহাত্তার পুল এলাকা থেকে আজিজুল হককে গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

আজিজুল হক চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়ার হাজী আলিম ‍উদ্দিন রোডের মৃত মো.জানে আলমের ছেলে। তিনি পূর্ব বাকলিয়া ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং মহানগর কমিটির সদস্য বলে জানিয়েছেন ওসি।

চট্টগ্রামে বহুল আলোচিত ছাত্রলীগ নেতাসহ আটজনকে ব্রাশফায়ারে হত্যা মামলার আসামি আজিজুর রহমানের বড় ভাই এই আজিজুল হক।

‘আমাদের কাছে তথ্য ছিল, সংসদ নির্বাচনকে সামনে রেখে আজিজুল হক ইতোমধ্যে কয়েক দফা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ে বাকলিয়ার বিভিন্ন এলাকায় বৈঠক করেছেন। সেসব বৈঠকে নাশকতার পরিকল্পনা হয়েছে।’ বলেন ওসি।

সারাবাংলা/আরডি/এনএইচ

জামায়াত নেতা নাশকতার পরিকল্পনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর