Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


২৫ অক্টোবর ২০১৮ ১১:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মারা গেছেন। পুলিশ জানিয়েছে, চোরাই মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম রোকন (১৮)। তিনি ওই মহল্লার আকতার হোসেনের ছেলে। এ ঘটনার পর অভিযুক্ত বড় ভাই স্বপনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন ভাঙ্গাবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহত স্বপন ও তার বড় ভাই রোকন দুজনেই মাদকাসক্ত। নেশার টাকার জন্য তারা ছোটখাট চুরি করতো। এসব কারণে তারা পরিবার থেকে আলাদা থাকতো। বুধবার রাত ১১টার দিকে চুরি করে আনা একটি মোবাইল হারানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বপন তার ছোট ভাই রোকনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএমএন

বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর