Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ রুটে ফ্লাইট বাড়াল নভোএয়ার


২৪ অক্টোবর ২০১৮ ১৭:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: যাত্রী চাহিদার কারণে ৪টি রুটে ফ্লাইট বাড়িয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ২৮ অক্টোবর থেকে কলকাতা রুটে প্রতিদিন ২টি, কক্সবাজার রুটে ৫টি, সিলেট রুটে ২টি ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার (২৪ অক্টোবর) নভোএয়ার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন কলকাতায় ১টি, কক্সবাজারে ৪টি, সিলেটে ১টি ও বরিশাল রুটে সপ্তাহে ৪টি করে ফ্লাইট করছে। এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা, কক্সবাজার ৩ হাজার ৯০০ টাকা, সৈয়দপুর, যশোর, সিলেট, রাজশাহী, বরিশালে ২ হাজার ৭০০ টাকা এবং কলকাতায় (দ্বিমুখী) ৯ হাজার ৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে।

এ ছাড়াও কলকাতা ও কক্সবাজার ভ্রমণের জন্য নভোএয়ারের রয়েছে দুই রাত, তিন দিনের প্যাকেজ।

সারাবাংলা/জেএ/এমআই

নভোএয়ার

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর