Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ৮২ হাজার পিস ইয়াবাসহ আটক ৪


২৪ অক্টোবর ২০১৮ ১৬:৪৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: জেলা শহরের লিংক রোড থেকে ৮২ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পাচারে ব্যবহৃত হওয়া ট্রাক ও প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে লিংক রোড চেকপোষ্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা ও পাচারকারীদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. লোকমান, মেহেদী, লিটন ও সুমন।

কক্সবাজারের র‌্যাব ৭ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক ও প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয় এবং পাচারের অভিযোগে ৪ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হচ্ছে।

সারাবাংলা/এমও

ইয়াবা উদ্ধার কক্সবাজার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর