গুলশান সিলভার টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
২৪ অক্টোবর ২০১৮ ১৪:১২ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৫:১১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা : রাজধানীর গুলশান ১ নম্বর সার্কেলের সিলভার টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট কাজ করছে।
বুধবার (২৪ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান ।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে ৯ টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে
প্রত্যক্ষদর্শী ও এই ভবনের কর্মজীবীরা জানান, ১৯ তলা ভবনের ১০ তলা থেকে ১৮ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। তবে ১২ তলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বৈদ্যুতিক তার থেকেই আগুন লেগেছে বলে ধারণা করছেন তারা।
এদিকে , এই বহুতল ভবনের বিভিন্ন তলার সব প্রতিষ্ঠানের মানুষ নিচে নেমে এসেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সারাবাংলা/ এইজে/জেডএফ