বেগমগঞ্জের খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
২৪ অক্টোবর ২০১৮ ১৪:০৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৪:৩৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি খালে পাওয়া গেছে আবদুল্লাহ আল মামুন (২৪) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালকের লাশ। নিহত মামুন একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে।
বুধবার (২৪ অক্টোবর) কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়ীর পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে খন্দকার বাড়ীর পাশের খালে মধ্যে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজি চালিত অটোরিকশা চালক মামুনের লাশ উদ্ধার করে।
নিহতের বাবা সাহাব উদ্দিন জানান, দীর্ঘদিন তার সঙ্গে মামুনের কোন যোগাযোগ ছিলনা। তবে সম্প্রতি তারা শুনতে পান পারিবারিক সমস্যার কারণে ৩/৪ দিন আগে মামুন তার স্ত্রীকে ছেড়ে দিয়েছিলেন। এরমধ্যেই তার লাশ উদ্ধারের খবর পেলেন তারা।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, নিহত মামুনের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর খালে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা।
লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে উল্লেখ করে ওসি বলেন, প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সারাবাংলা/এসএমএন