কক্সবাজারে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু
২৪ অক্টোবর ২০১৮ ০৯:৪৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১০:২৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে মুফিজ আলম নামে এক ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
বুধবার (২৪ অক্টোবর) ভোরে মেরিনড্রাইভ সড়কের টেকনাফ মহেশখালীয়া পাড়া থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় লাশের পাশ থেকে পাঁচ হাজার ইয়াবা, পাঁচটি এলজি বন্দুক ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত মুফিজ আলম টেকনাফের হ্নীলা লেদা এলাকার লাল মিয়ার ছেলে এবং তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে গোলাগোলির সংবাদ পেয়ে পুলিশ মেরিনড্রাইভ সড়কের টেকনাফ মহেশখালীয়া পাড়া এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ হাসাপাতালে নেওয়া হলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। লাশটি টেকনাফ থানায় এনে সুরতহাল রিপোর্ট তৈরি করে পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
সারাবাংলা/এসএমএন