Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে : হাসিনা গাজী


২৩ অক্টোবর ২০১৮ ২০:৪৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রূপগঞ্জের রূপসী গাজী ভবনে হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর পক্ষ থেকে রূপগঞ্জের ৭৮টি মন্দিরে নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

হাছিনা গাজী বলেন, ‘বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমরা এক সময় অনেক পিছিয়ে ছিলাম। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ অর্থনৈতিক থেকে শুরু করে সব সেক্টরে ঈর্ষনীয় সাফল্য অর্জন করে চলেছে। তাই বাংলাদেশের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।’

রূপগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘২০০৮ সালে এই রূপগঞ্জে মাত্র ৮টি পূজা মন্দির ছিলো। সেখানে আজ অর্ধশতাধিকের বেশি মন্দির। এছাড়া আগে হিন্দুরা পূজা করতে পারতেন না। পূজা করলে তাদের ওপর অত্যাচারসহ প্রতিমা ভাংচুর করা হতো। সেখানে এখন তারা নির্বিঘ্নে পূজা করতে পারছেন। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের কারণে।’

এসময় প্রত্যেকটি মন্দিরের পৃষ্ঠপোষকদের হাতে পাঁচ হাজার টাকা করে অনুদান তুলে দেয়া হয়।

সারাবাংলা/এসজে/এসএমএন

আওয়ামী লীগ হাসিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর