ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে কক্সবাজারেও মামলা, পরোয়ানা জারি
২৩ অক্টোবর ২০১৮ ১৯:১৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১৯:২৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজার : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কক্সবাজারের একটি আদালত।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করেন ব্যারিস্টার মইনুল। এ ঘটনায় তার বিরুদ্ধে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম গুন্দু।
এই মামলা আমলে নিয়ে মঙ্গলবারই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক তামান্না ফারাহ।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ইকবালুর রশিদ আমিন সোহেল। তিনি জানান, সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অ্যাডভোকেট ফখরুল ইসলাম গুন্দু ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
এর আগে সকালে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ভালুকা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা মনি বাদি হয়ে মুখ্য মহানগর হাকিমেরে এক নম্বর আদালতে মামলাটি করেন।
এছাড়া কুড়িগ্রাম, রংপুর ও কুমিল্লায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে রংপুরের মামলায় সোমবার (২২ অক্টোবর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সারাবাংলা/এসএমএন
কক্সবাজার আদালত ব্যারিস্টার মইনুল হোসেন মানহানির মামলা মাসুদা ভাট্টি