Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ৪


২৩ অক্টোবর ২০১৮ ১৮:৫০ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১৮:৫১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইরাকের মসুলে একটি মার্কেটের পাশে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার (২৩ অক্টোবর) শহরটির উত্তরাঞ্চলের কোয়ারা উপজেলায় এই ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম আল-জাজিরা।

তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী এটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।

পুলিশ জানায়, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি স্থানীয় রেস্তোরাঁর পাশে পার্ক করা ছিলও। গাড়িটিতে বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।

ইরাকে হত্যা, কিডন্যাপ ও গাড়ি বোমা হামলার নিয়মিত ঘটনার জন্য ইসলামিক স্টেটকে দায়ী করা হতো। তবে সরকার ইতোমধ্যে দেশটিতে জঙ্গি-গোষ্ঠী আইএসের পরাজয় ঘোষণা করা হয়েছে। আইএস জঙ্গিরা ২০১৭ সালে মধ্যপ্রাচ্যে তাদের অধিকৃত অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ হারায়।

সারাবাংলা/এনএইচ

ইরাক গাড়ি বোমা হামলা মসুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর