Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় তল্লাশির সময় সন্ত্রাসীদের গুলিতে কনস্টেবল আহত


২৩ অক্টোবর ২০১৮ ১৭:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় এক পুলিশ কনস্টেবলকে গুলি করে পালিয়েছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পাগলা মুন্সীখোলা চেকপোস্টে এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল মোহাম্মদ সোহেল। তাকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, নিয়মিত ডিউটিতে ছিলেন পুলিশ সদস্যরা। নিয়মিত তল্লাশির অংশ হিসেবেই বোরাক পরিবহনে উঠে তল্লাশি করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। এক পর্যায়ে সন্ত্রাসীদের একজন অস্ত্র বের করলে পুলিশের সঙ্গে তার হাতাহাতি হয়। এসময় কনস্টেবল সোহেলের উরুতে উরুতে গুলি এক সন্ত্রাসী। পুলিশও পাল্টা গুলি চালায়। তবে তাদের আটক করার আগেই বাস থেকে থেকে নেমে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।

ধারণা করা হচ্ছে ঘটনাস্থলে থাকা মোটরসাইকেলটির সঙ্গে সন্ত্রাসীদের যোগসাজস রয়েছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের ধরতে সক্ষম হবেন বলে আশা করেন মনিরুল ইসলাম।

সারাবাংলা/এসএমএন

কনস্টেবল চেকপোস্ট চেকপোস্টে হামলাচেষ্টা ফতুল্লা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর