হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২৩ অক্টোবর ২০১৮ ১১:৩৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১১:৩৬
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় রেদোয়ানুল কবীর শুভ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মিঠু (৩১) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। পরে হাতিরঝিল থানা পুলিশ তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ জানান, সকালে হাতিরঝিল মহানগর ব্রিজের উপর দুর্ঘটনার শিকার হন দুই যুবক। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা সকাল আটটার দিকে রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আহত যুবকের অবস্থাও আশঙ্কাজনক।
এসআই সুব্রত আরও জানান, মুঠোফোনের মাধ্যমে তাদের নাম জানা গেছে। তারা দুজনই রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা। শুভ আদাবর থানার সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবার নাম রেজানুল করিম। এবং আহত মিঠু আদাবর থানার সাবেক ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। তার বাবার নাম নুরুল হক।
সারাবাংলা/এসএসআর/এমএইচ