রাজপথে শিক্ষকদের দিনাতিপাত জাতির জন্য লজ্জার
৫ জানুয়ারি ২০১৮ ১৩:২২ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৮ ১৫:১৬
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. এ কিউ এম বদরুজ্জোদা চৌধুরী বলেছেন, বছরের প্রথমদিকে যেখানে শিক্ষকদের ক্লাসে থাকার কথা তার বদলে বেতনের জন্য রাজপথে মানবেতর জীবন যাপন করছেন। জাতির জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। অবিলম্বে সরকারকে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে, নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
আমরণ অনশনের ষষ্ঠ দিনে, আন্দোলনরত শিক্ষক নেতা ময়মনসিংহের ভালুকার শহিদুল্লাহ কায়সার সারাবাংলাকে জানান, আজ পর্যন্ত প্রায় ১১০ জন শিক্ষক এ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন। আজকে নতুন করে আরও ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বদরুজ্জোদা চৌধুরী সরকারকে উদ্দেশ্য করে বলেন, শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে না রেখে তাদের ক্লাসরুমে পাঠানোর ব্যবস্থা করেন। উন্নয়নের স্লোগান দিয়ে, দেশের বৃহৎ শিক্ষক সমাজকে বঞ্চিত করলে চলবে না। তাদের রুটি-রুজির ব্যবস্থা সরকারকেই করতে হবে।
২৬ ডিসেম্বর থেকে নন-এমপিও ভুক্ত শিক্ষকরা এমপিও ভুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। ৩১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশন শুরু করেন। ২ জানুয়ারিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা সচিব মো. সোহরাব হোসেইনসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে শিক্ষকদের এমপিও ভুক্ত করার আশ্বাস দেন। কিন্তু শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে জানান, অনুষ্ঠানিক ভাবে দাবি না মানা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। কিন্তু আজ আন্দোলনের ষষ্ঠ দিনেও সরকারের পক্ষ থেকে দাবি মানার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সারাবাংলা/এমএস/এমএ