Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে নির্মানাধীন ভবন থেকে পা পিছলে পড়ে শ্রমিকের মৃত্যু


২২ অক্টোবর ২০১৮ ২০:৩৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্মানাধীন একটি রিসোর্টের ছয়তলা থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন।

সোমবার (২২ অক্টোবর) দুপুরে রাধানগর এলাকায় নির্মাধীন প্যারাগন রিসোর্টে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম শাকিল মিয়া। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ডাঙ্গার হাট গ্রামের ইসমাইল মিয়ার সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রিসোর্টের ছয়তলা ভবনে কাজ করছিলেণ শাকিল মিয়া। এক পর্যায়ে হঠাৎ পা পিছলে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন শাকিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, মুমূর্ষু অবস্থায় প্রথমে শাকিল মিয়া শ্রীমঙ্গল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে পাঠানো হয় মৌলভীবাজার সদর হাসপাতালে। তবে মৌলভীবাজারে নেওয়ার পথেই মারা যান শাকিল।

ময়না তদন্তের জন্য শাকিলের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

প্যারাগন রিসোর্ট শ্রীমঙ্গল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর