Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম


২২ অক্টোবর ২০১৮ ১৭:৫৫ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৭:৫৬

।। সারাবাংলা ডেস্ক ।। 

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাঈদা মুনা তাসনিম। তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।

সোমাবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, সাঈদা মুনা তাসনিম যুক্তরাজ্যে নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সাঈদা মুনা তাসনিম বিসিএস একাদশ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও লন্ডনে বাংলাদেশ মিশনসহ বিভিন্ন গুরুত্ব পদে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তাসনিম ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া শেষে ইউনিভার্সিটি অব অব লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর  ১৯৯৩ সালে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।

সারাবাংলা/এমআই

সাঈদা মুনা তাসনিম হাই কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর