Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছ‌রের প্রথম অধিবেশন উপলক্ষে ডিএমপি’র নিষেধাজ্ঞা‌


৫ জানুয়ারি ২০১৮ ১২:৪০ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৮ ১২:৪৩

স্টাফ করেসপন্ডেন্ট

আগামী ৭ জানুয়ারি রবিবার থেকে শুরু হতে যাচ্ছে ১০ম জাতীয় সংসদের ২০১৮ সালের প্রথম অধিবেশন। ১৯তম এ সংসদ অধিবেশনকে কেন্দ্র করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারির বিষয়টি জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৬ জানুয়ারি শনিবার রাত ১২টা থেকে সকল প্রকার অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।’

বিজ্ঞপ্তিতে যে সকল এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে সেগুলো হলো—  ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থে‌কে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থে‌কে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থে‌কে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থে‌কে ধানমণ্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত, রোকেয়া সরণীর সংযোগস্থল থে‌কে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং পর্যন্ত, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থে‌কে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এই সীমানার মধ্যে অবস্থিত রাস্তা ও গলিপথ।

সারাবাংলা/এসআর/আইজেকে

অধিবেশন জাতীয় সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর