চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সভা শেষে বিএনপির দুই নেতা আটক
২২ অক্টোবর ২০১৮ ১৪:৫৪ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ২০:৪৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবু্বুর রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর জিইসি মোড়ে মেরিডিয়ান রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটকের কথা জানিয়েছে নগর বিএনপি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী সারাবাংলাকে বলেন, দলীয় কার্যালয়ে আজ (সোমবার) সকাল থেকে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের প্রস্তুতি সভা হয়েছে। সভা শেষে দুপুর ১ টার দিকে ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয় নেতাদের মেরিডিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয় মধ্যাহ্নভোজের জন্য। রেস্টুরেন্ট থেকে বের হবার পর বক্কর ভাই ও শামীম ভাইকে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে।
জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) এস এম মোবাশ্বের হোসাইন দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনির্দিষ্ট মামলায় তাদের আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যাচাই-বাছাই চলছে।’
তবে আটকের পর শামীম ও বক্করকে নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার (২১ অক্টোবর) চট্টগ্রামের আদালতে একটি মামলায় জামিন নিতে গেলে সেখানে উপস্থিত দলটির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ এনে মামলাটি করা হয়েছিল। এতে বলা হয়েছে, হামলায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ দেড়শ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, রোববার আদালত ভবনে পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা।
সোমবার সকালে নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সভার এক ফাঁকে সংবাদ সম্মেলনে করে নগর বিএনপি। এতে নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ সিনিয়র নেতারা ছিলেন।
সংবাদ সম্মেলনে আবু সুফিয়ান বলেন, রোববার আদালতে পুলিশের ওপর হামলা বা লাঞ্ছনার মতো কোনো ঘটনা ঘটেনি। তারপরও নগর বিএনপির সভাপতি ডা. শাহাদত হোসেনসহ দেড়শ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর লিখিত বক্তব্যে বলেন, বর্তমান সরকার একতরফা নির্বাচন করার জন্য পুলিশের মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করছে। এতে সারাদেশে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে।
গত কয়েকদিনে চট্টগ্রামের বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে দাবি করে তিনি বলেন, গত ১৩ অক্টোবর চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টিপাত হয়। সেই বজ্রপাতের শব্দকে বোমা বিস্ফোরণ হিসেবে দেখিয়ে বায়েজিদ বোস্তামী থানায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে।
সারাবাংলা/আরডি/একে