হল-মার্ক কেলেঙ্কারি: ৬ মামলায় এজাজ আহমেদের জামিন বাতিল
২২ অক্টোবর ২০১৮ ১৩:০৫ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৩:২১
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক( এজিএম) এজাজ আহমেদের বিরুদ্ধে দুদকের ছয় মামলায় জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেত্বত্বে সাত সদস্যর আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী তৌসিফ হোসেন।
আইনজীবী খুরশিদ আলম খান বলেন, হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় ছয়টি মামলায় আসামি এজাজ আহমদে হাইকোর্ট ইতোপূর্বে জামিন দিয়েছিল। আমরা এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন বাতিলের আদেশ দিয়েছেন।
এর আগে ২০১৪ সালে সহযোগী দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়েরকৃত ১৪ মামলার চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন-দুদক।
পরে এজাজ আহমেদ বিচারিক আদালতে আত্বসমর্পন করলে আদালত ওই বছর তাকে কারাগারে পাঠানো হয়। পরবতীতে তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পান।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। সেই মামলায় তাদের বিরুদ্ধে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
সারাবাংলা/এজেডকে/এমএইচ/জেডএফ