জয়পুরহাটে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা আহত
২২ অক্টোবর ২০১৮ ১০:১০ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১০:১৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
জয়পুরহাট: জয়পুরহাটে দুর্বৃত্তের গুলিতে সাবু ইসলাম (৩২) নামে এক যুবলীগ নেতা আহত হয়েছেন।
রোববার (২১ অক্টোবর) রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ধুতিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
সাবু ইসলাম জামালপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও ধুতিয়া পাড়ার নূরুল হক মন্ডলের ছেলে।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মুমিনুল হক জানান, সাবু তার বাড়ির পাশে বাদশা মিয়ার পুকুর পাড়ে বরশি দিয়ে মাছ ধরছিলেন এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। সাবুর পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সারাবাংলা/এমএইচ