Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে


২২ অক্টোবর ২০১৮ ০৮:৪৩ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০৮:৪৪

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সৌদি আরব সফর-পরবর্তী সংবাদ সম্মেলন বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

গত ১৬ থেকে ১৯ অক্টোবর সৌদি আরবে চারদিনের সরকারি সফর করেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার তিনি দেশে ফেরেন। প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এ ছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সারি ভবন উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সফরে তিনি দেশটির বাদশাহ ও যুবরাজের সঙ্গে বৈঠক করেন। সৌদি আরব সফরের বিস্তারিত বিষয় তুলে ধরতে আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী।

সৌদি আরব সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদিনায় মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।

সারাবাংলা/এমএইচ

গণভবন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন সরকারি বাসভবন