বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
২১ অক্টোবর ২০১৮ ২৩:২১ | আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ২৩:২২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ঠাকুরগাও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তের ওপারের ভারতীয় হাটখোলা ক্যাম্পের বিএসএফ-এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক গোলাম রব্বানীর (৩০) লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
রোববার (২১ অক্টোবর) বিকেল ৫টায় পাড়িয়া সীমান্তের ৩৮৬ মেইন পিলারের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহতের লাশ বিজিবির নিকট হস্তান্তর করে।
বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার তারাঞ্জুবাড়ী গ্রামের পসির উদ্দীন ওরফে পরাকাঠির ছেলে গোলাম রব্বানীসহ কয়েকজন গরু ব্যবসায়ী মিলে গত শনিবার ভোর রাতে কান্তিভিটা সীমান্তের ৩৮৯ নং মেইন পিলারের একশ গজ বাংলাদেশ অভ্যান্তরে গরু আনতে যায়। ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি ব্যবসায়ীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে বাংলাদেশি গরু ব্যাবসায়ী গোলাম রব্বানী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে বিএসএফ সদস্যরা নিহতের লাশ টেনে হেঁছড়ে ওপারে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
কান্তিভিটা ক্যাম্পের বিজিবি ভারতীয় হাটখোলা ক্যাম্পের বিএসএফকে প্রতিবাদ জানিয়ে পত্র দেয়।
নিহত ব্যবসায়ী রাব্বানীর লাশ ভারতে ময়না তদন্ত শেষে রোববার বিকাল ৫টায় পাড়িয়া সীমান্তের ৩৮৬ মেইন পিলারের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহতের লাশ বিজিবির নিকট হস্তান্তর করে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ জানান, উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিজিবি।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ভোররাতে পাশ্ববর্তী রত্নাই সীমান্তে বিএসএফ-এর গুলিতে গরু ব্যবসায়ী সাইদুল ইসলাম (৩০) নিহত হন। পরে বিজিবি সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে।
সারাবাংলা/এমআই