Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশবিরোধী ষড়যন্ত্র হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


২১ অক্টোবর ২০১৮ ১৭:১১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নরসিংদী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আইএস-জঙ্গি ভুত আমাদের ওপর চাপিয়ে দিতে চেষ্টা চালানো হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ ভূত আমরা তাড়াতে সক্ষম হয়েছি। এ ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্ম নিশ্চই ভুল করবে না, আর কোন ষড়যন্ত্রের শিকারও হবে না।

রোববার (২১ অক্টোবর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানেরচর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত আরব আলী একাডেমিক ভবন এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোকচিত্র গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মরা পৃথিবীর সাথে টক্কর দিয়ে চলার পাশাপাশি বলতে পারবে আমরা কারও দান-দক্ষিণায় চলিনা। আমাদের বাংলাদেশ আজকে উন্নত দেশে পরিণত হয়েছে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও মনোহরদী-বেলাব আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এ.এইচ আসলাম সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের সাবেক আইজিপি শহিদুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ

নরসিংদী স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর