Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে জঙ্গি সন্দেহে আটক ৭


২১ অক্টোবর ২০১৮ ১৩:৩৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি পেনড্রাইভ ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) রাতে গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জের মো. কাউসার হামিদ (১৯), কুমিল্লার হোমনার মাহমুদুর রহমান (২৪), নারায়ণগঞ্জের সদর থানার মো. রাশেদুল ইসলাম (২৫), ময়মনসিংহের নান্দাইলের কামরুল হাসান (২৭), কিশোরগঞ্জের কুলিয়ারচরের নেয়ামত উল্লা (২৬), টাঙ্গাইলের নাগরপুরের মো. হাবিবুর রহমান (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মো. ফজলুল করিম (৩০)।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশিদ জানান, শনিবার রাতে পৌরসভার উত্তর কেরোয়া এলাকার সৌদিপ্রবাসী মো. আবু রায়হানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ

আদালত গোপন বৈঠক জঙ্গি আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর