Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগাম জামিন নিতে হাইকোর্টে জাফরুল্লাহ চৌধুরী


২১ অক্টোবর ২০১৮ ১১:৫৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আশুলিয়ায় জমি দখল, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছেন।

রোববার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি হাইকোর্টে হাজির হন।

বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গত ১৫ অক্টোবর রাতে আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন মানিকগঞ্জ জেলার হরিরাম পুরের মোহাম্মদ আলী (৫৬) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের আনিছুর রহমান (৫৫)। এছাড়া গত ২০ অক্টোবর আশুলিয়ায় চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন হাসান ঈমাম নামে একজন।

এসব মামলাতেই আগাম জামিন নিতে আজ তিনি হাইকোর্টে হাজির হয়েছেন।

মামলায় জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির (৫৫) ও নূর মোহাম্মদের ছেলে আওলাদ হোসেন (৪৮)।

মামলার এজহারে বলা হয়, আশুলিয়া থানাধীন পাথালিয়া মৌজায় ৪.২৪ একর জমির ক্রয় সূত্রে মালিক মোহাম্মদ আলী, আনিছুর রহমান ও তাজুল ইসলাম। তাদের মালিকানাধীন জমিতে কাঁটাতারের বেষ্টনী দিয়ে টিনশেডের ঘর বানিয়ে গাছপালা রোপণ করা হয়েছে। কিন্তু আসামিরা দীর্ঘদিন এ জমি দখল করার চেষ্টা করছে। সর্বশেষ গত ১৪ অক্টোবর আসামিরা ওই জমিতে হাজির হয়ে বলেন, জাফরুল্লাহ চৌধুরীর নির্দেশে এ জমি গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে হস্তান্তর করতে হবে অথবা গণস্বাস্থ্য কেন্দ্রকে এক কোটি টাকা জরিমানা দিতে হবে। বাদীরা এ টাকা দিতে অস্বীকার করলে আসামিরা সেখানে ভাঙচুর করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/এমও

আগাম জামিন জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর