Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ: সিইসি


২১ অক্টোবর ২০১৮ ১১:২৭ | আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ১১:৩০

।। স্পেশাল করসেপন্ডেন্ট।।

ঢাকা: রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনকে আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিক যেতে হবে বলেও জানালেন তিনি।

রোববার (২১ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷

প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবে না নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে তিনি জনগণের চাওয়া বুঝে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়ার কথা ভাবছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে।

সারাবাংলা/জিএস/জেএএম

ইভিএম নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর