Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের মাঠেই প্রমান হবে কে জিতবে : তথ্যমন্ত্রী


২০ অক্টোবর ২০১৮ ১৬:৩৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুষ্টিয়া : ‘নিরপেক্ষ নির্বাচন হলে বর্তমান সরকারের একজন মন্ত্রীরও জয়লাভ করতে পারবে না’ বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের এমন মন্তব্যের জবাব দিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, নির্বাচনের মাঠেই প্রমাণ হবে যে কে জিতবে।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজে মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বাড়ী একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি নেতা মওদুদ আহমদ ও ড. কামাল হোসেনের মুখে গণতন্ত্র বা নির্বাচনের কথা শোভা পায় না। তারা বাংলাদেশের জঘন্য অপরাধীদের পক্ষ নিয়েছেন। কোনোদিন কোন রাজনীতিবিদ এতো জঘন্য অপরাধীদের পক্ষ সাহস করে নিতে পারেনি। এমনকি বিএনপি নেতারাও খালেদা জিয়ার যখন সাজা হয়েছে সাজা মাথা পেতে নিয়েছে এবং আদালতে আপিল করেছে। সেই খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি বিএনপিও কিন্তু করেনি কামাল হোসেন সাহেবরা করলেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎকারী ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া এবং তারেক রহমানকে কারাগার থেকে মুক্তির যদি এক নম্বর শর্ত হয় তাহলে সেই শর্ত পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

মন্ত্রী আরো বলেন, ‘অপরাধীদের বের করার চক্রান্ত, অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত, নির্বাচন বানচালের চক্রান্ত, নাশকতার পাঁয়তারা এসব কিছু বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসুন, নির্বাচনে মন্ত্রীরা জিতবে নাকি মওদুদ সাহেবরা জিতবে সেটা নির্বাচনের মাঠেই প্রমাণ হবে।’

বিজ্ঞাপন

এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফসহ দলীয় ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর