সম্পর্কের ভিত্তি জোরাল করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের মন্ত্রী
১৯ অক্টোবর ২০১৮ ২২:১১ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ২২:১২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকার সঙ্গে দীর্ঘ মেয়াদে শক্তিশালী সম্পর্কে বিশ্বাস করে ওয়াশিংটন। এই সম্পর্কের ভিত্তিকে আরও জোরাল করতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী কার্ল রিচ। সফরে তিনি সরকারি একাধিক প্রতিনিধির সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশর স্থানীয় সময় শুক্রবার (১৯ অক্টোবর) রাতে এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ১৯ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত যুক্তরোষ্ট্রর সহকারী মন্ত্রী কার্ল রিচ ভারত এবং বাংলাদেশ সফর করবেন। নয়াদিল্লি সফর শেষে তিনি ঢাকায় আসবেন।
ভারত এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘ মেয়াদে সুসম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ, এই তথ্য জানিয়ে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের একাধিক ক্ষেত্র নিয়ে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।
সারাবাংলা/জেআইএল/এমআই